ব্রেকিং নিউজ
Home / প্রচ্ছদ / জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল চলছে

জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল চলছে

০৯ মার্চ ২০১৬: মীর কাসেম আলীর বিরুদ্ধে ফাঁসির রায় বহাল থাকার প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।রাজধানীতে হরতালের তেমন কোনো প্রভাব দেখা যায়নি। সেই সঙ্গে দেশের কোনো স্থান থেকেই অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।  যানবাহন চলাচলও স্বাভাবিক রয়েছে। গণপরিবহন ছাড়াও ব্যক্তিগত গাড়ি চলাচল করতে দেখা গেছে। খুলেছে দোকানপাটও।

হরতালের সমর্থনে পিকেটিং কিংবা মিছিল করতে দেখা যায়নি জামায়াতকর্মীদের। তবে যেকোনো ধরনের নাশকতা এড়াতে সতর্ক অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গত রাতেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়।

গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক  ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির রায় বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় মীর কাসেম আলীর পক্ষে অ্যাডভোকেট-অন-রেকর্ড জয়নুল আবেদীন তুহিন ২০১৪ সালের ৩০ নভেম্বর মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করেন। কাসেম আলীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৪ সালের ২ নভেম্বর তাঁর মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার সকালে মীর কাসেম আলীর আপিলের রায় ঘোষণার পর গণমাধ্যমে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ হরতালের ডাক দেয়া হয়।

বিবৃতিতে, অ্যাম্বুলেন্স, লাশবাহীগাড়ী, হাসপাতাল, ফায়ার সার্ভিস ও সংবাদপত্রের সাথে সংশ্লিষ্ট গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়েছে।