২২ ফেব্রুয়ারি ২০১৬: ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে চুয়াডাঙ্গায় ১০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। অন্যদিকে মাগুরায় করা মানহানির অন্য একটি মামলায় মাহফুজ আনামকে ৮ই মার্চ আদালতে হাজির হতে সমন জারি হয়েছে। এ নিয়ে আজকে পর্যন্ত তার বিরুদ্ধে সারা দেশে ৭৭টি মামলা হয়েছে। আজ চুয়াডাঙ্গা জেলা আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো.শফিকুল ইসলাম বাদী হয়ে সদর থানার আমলি আদালতে মামলাটি দায়ের করেন। আদালতের অতিরিক্ত দায়িত্ব পালনকারী মুখ্য বিচারিক হাকিম এ বি এম মাহমুদুল হক মামলা আমলে নিয়ে আগামী ৮ মার্চ আদেশের জন্য দিন ধার্য রাখেন। এদিকে গত বৃহস্পতিবার মাগুরায় মাহফুজ আনামের বিরুদ্ধে ৫০ হাজার কোটি টাকার মানহানির অভিযোগে মামলা হয়। সেই মামলাটি বিচারক আমলে নেওয়া ও আদেশের জন্য আগামী ৮ই মার্চ তারিখ ধার্য রেখেছিলেন। মামলাটি করেছেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সবুজ। গত ৪ঠা ফেব্রুয়ারি রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এক-এগারোর সময় সংবাদ প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের বিচ্যুতির প্রসঙ্গ উল্লেখ করে মাহফুজ আনাম তার পত্রিকায়ও এমন ত্রুটি-বিচ্যুতি হয়েছিল বলে স্বীকার করেন। এর পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ‘ডেইলি স্টার’-এর সম্পাদকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলে বিচার চান। এক দিন পর ৭ই ফেব্রুয়ারি জাতীয় সংসদে কয়েকজন সাংসদ ‘ডেইলি স্টার’ বন্ধ করা এবং মাহফুজ আনামের পদত্যাগ ও বিচার দাবি করেন। এর পরদিন থেকেই মাহফুজ আনামের বিরুদ্ধে একের পর এক মামলা দেয়া হচ্ছে।