২০ ফেব্রুয়ারি ২০১৬: বাংলাদেশী তরুণ কম্পিউটার বিজ্ঞানী সাঈফ সালাহউদ্দিন পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের সম্মানসূচক পুরস্কার। ৩৫ থেকে ৪০ বছর বয়স সীমার তরুণ বিজ্ঞানীদের প্রতি বছর মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে এ পুরস্কার দেওয়া হয়। এবছর একমাত্র বাংলাদেশি হিসেবে এ পুরস্কার পাওয়া সাঈফ সালাহউদ্দিন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলির এসোসিয়েট প্রফেসর।
এ বছরের জন্য নির্বাচিত ১০৫ জনের নাম ঘোষণা করা হলেও পুরস্কার প্রদানের তারিখ ঘোষণা করা হয়নি। সময় নির্ধারণ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজে এ পুরস্কার তুলে দেয়া হবে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট থেকে স্নাতক শেষ করে ২০০৩ সালে পিএইচডি করতে যুক্তরাষ্ট্রে আসেন সাঈফ। ইন্ডিয়ানার পার্ডো ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি নেন তিনি। পরে ২০০৮ সালে তিনি এসোসিয়েট প্রফেসর হিসেবে যোগ দেন বার্কলি ইউনির্ভাসিটি অব ক্যালিফোর্নিয়ায়।
সাঈফের গ্রামের বাড়ি বাংলাদেশের শরীয়তপুরে। তার বামা-মা ও একমাত্র বোন থাকেন ঢাকায়। স্ত্রী তানভীন জামান বার্কলি থেকে মাস্টার্স করেছেন। তাদের দুই ছেলে।
কম্পিউটারের জন্য লো এনার্জির মাইক্রো প্রসেসের তৈরির কাজে বিশেষ অবদানের জন্য সাঈফ সালাহউদ্দিন এই ‘প্রেসিডেন্সিয়াল আরলি ক্যারিয়ার এওয়ার্ড ফর সায়েন্টিস্ট এন্ড ইঞ্জিনিয়ার্স-পিকেইস (পিইসিএএসএ)’ এওয়ার্ডে ভূষিত হচ্ছেন। ১৯৯৬ সালে তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এ পুরস্কার প্রবর্তন করেন।
সূত্র: প্রিয়.কম
London Bangla A Force for the community…
