ব্রেকিং নিউজ
Home / প্রচ্ছদ / একুশে পদক পেলেন ১৬ বিশিষ্ট নাগরিক

একুশে পদক পেলেন ১৬ বিশিষ্ট নাগরিক

২০ ফেব্রুয়ারি ২০১৬: রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ১৬ বিশিষ্ট নাগরিককে একুশে পদক-২০১৬ দেওয়া হয়েছে। আজ শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক তুলে দেন।

এ বছর মরণোত্তর পদক পেয়েছেন দুজন। তাঁরা হলেন মরহুম সৈয়দ গোলাম কিবরিয়া ও কাজী আনোয়ার হোসেন।

এবার ভাষা আন্দোলনে একুশে পদক পেয়েছেন  বিচারপতি কাজী এবাদুল হক, ডা. সাঈদ হায়দার, মরহুম সৈয়দ গোলাম কিবরিয়া ও ড. জসীম উদ্দিন আহমেদ।

টিভি ও চলচ্চিত্র অভিনয়ে বেগম জাহানারা আহমেদ,  শাস্ত্রীয় সংগীতে পণ্ডিত অমরেশ রায় চৌধুরী,  সংগীতে বেগম শাহীন সামাদ পেয়েছেন পদক। এ ছাড়া নৃত্যে আমানুল হক, চিত্রকলায় মরহুম কাজী আনোয়ার হোসেন পদক পান।

মুক্তিযুদ্ধে মফিদুল হক, সাংবাদিকতায় তোয়াব খান, গবেষণায় অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ ও মংছেন চি মংছিন পদক পেয়েছেন।

ভাষা ও সাহিত্যে জ্যোতিপ্রকাশ দত্ত,  অধ্যাপক ড. হায়াৎ মামুদ ও হাবিবুল্লাহ সিরাজীর হাতে একুশে পদক তুলে দেন প্রধানমন্ত্রী।

পরে পুরস্কার পাওয়া গুণীজনদের অবদানের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, এই পুরস্কার শুধুই পুরস্কার নয়। আগামী প্রজন্ম যাতে দেশকে ভালোবাসতে পারে, দেশের জন্য অবদান রাখতে পারে, সেই লক্ষ্যেই একুশে পদক দেওয়া হচ্ছে।

বক্তব্যে একুশে ফেব্রুয়ারিকে ধারণ করে নতুন প্রজন্ম ও বিশ্ববাসীর সামনে তুলে ধরার তাগিদ দেন প্রধানমন্ত্রী।