১৯ ফেব্রুয়ারি ২০১৬: যুক্তরাজ্যের বৃহত্তর ম্যানচেস্টারের রচডেইল এলাকায় শিশুদের একটি খেলার মাঠে স্থানীয় মসজিদের ইমামের লাশ পাওয়া গেছে। তাঁর নাম জালাল উদ্দিন। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে হত্যা করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
ব্রিটেনের সংবাদমাধ্যম ডেইলি স্টার জানিয়েছে, মনে করা হচ্ছে বৃহস্পতিবার রাতে হেঁটে বাসার দিকে যাচ্ছিলেন তিনি, এ সময়ই হামলার শিকার হন। পরে পথচারীরা তাঁকে মাঠে পড়ে থাকতে দেখেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, স্থানীয় বিলাল জামিয়া মসজিদে নামাজ আদায় করতে গিয়েছিলেন জালাল উদ্দিন। এরপর তিনি সাউথ স্ট্রিটে এক বন্ধুর বাসায় রাতের খাবার খেয়ে বাসার দিকে ফিরছিলেন। দ্রুত ফেরার জন্য তিনি মাঠের ভেতর দিয়ে যাচ্ছিলেন।
পুলিশ এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। কর্তৃপক্ষ সবাইকে শান্ত থাকার এবং ধৈর্য ধরার পরামর্শ দিয়েছে।
London Bangla A Force for the community…
