১১ ফেব্রুয়ারি ২০১৬: বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর বোমা হামলা মামলার আপিলের রায়ে তিন জঙ্গি নেতার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আদালত।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হচ্ছেন-হারকাতুর জিহাদ (হুজি) নেতা মুফতি হান্নান, শরিফ শাহেদুল আলম বিপুল ও দেলওয়ার হোসেন রিপন।
এই মামলায় ২০০৮ সালে ওই তিন জঙ্গির মৃত্যুদণ্ডের রায় দেন সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল।
২০০৪ সালে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার হয়ে দেশে আসেন সিলেটের সন্তান আনোয়ার চৌধুরী। একই বছর ২১ মে সিলেটের হযেরত শাহজালাল মাজার জিয়ারতে গিয়ে গ্রেনেড হামলার শিকার হন তিনি। হামলায় মারা যান পুলিশের এক কর্মকর্তাসহ মোট তিনজন; আহত হন আনোয়ার চৌধুরীসহ কমপক্ষে ৫০জন।
এ ঘটনায় একটি হত্যা এবং একটি বিস্ফোরক আইনের মামলা হয় জেলা দায়রা জজ আদালতে। দীর্ঘ কয়েক বছর ঝুলে থাকার পর মামলা দুটির বিচার কাজ শুরু হয় ২০০৭ সালে।
২০০৮ সালের ২৩ ডিসেম্বর হুজি নেতা মুফতি হান্নান, শরিফ শাহেদুল আলম বিপুল ও দেলওয়ার হোসেন রিপনের ফাঁসির রায় দেন জেলার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল।
পরে আসামী পক্ষ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলে বিচার শেষে রায়ের দিন ধার্য করা হয় বৃহস্পতিবার।
London Bangla A Force for the community…
