১১ ফেব্রুয়ারী, ২০১৬: যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনকে সহজেই ধরাশায়ী করবেন বলে ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রাজনৈতিক পূর্ব অভিজ্ঞতা ছাড়াই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী মার্কিন ধনকুবের নিউ হ্যাম্পশায়ারে প্রাইমারি ভোটাভুটিতে জয়ী হয়েছেন।
বরাবরই ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থীদের সমর্থন বেশি এমন রাজ্যগুলোতে জয় পাওয়ার কৌশল সম্পর্কে ধারণা দিয়ে তিনি এই দাবি করেছেন। বিবিসি বলছে, বুধবার সিবিএসকে ট্রাম্প বলেছেন, জরিপে দেখা যাচ্ছে হিলারি ক্লিনটনকে আমি সহজেই হারাবো। ট্রাম্প আরও বলেন, নিউ ইয়র্কে আমার জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি জানেন, এই রাজনীতিবিদরা সব সময় ছয়টি রাজ্য নিয়েই কথা বলে। তারা বলে যে, আপনাকে এটাতে জয়ী হতে হবে, ওটাতে জয়ী হতে হবে। আপনাকে ওহিওতে জয় পেতে হবে, ফ্লোরিডাতে জয় পেতে হবে। আমি এই খেলা পাল্টে দিতে পারি কেননা সত্যিকার অর্থেই নিউ ইয়র্কে আমার জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। উদাহরণ হিসেবে বলছি, আমি ভার্জিনিয়ায় জয়ী হতে যাচ্ছি, মিশিগানেও জয়ী হতে যাচ্ছি।
London Bangla A Force for the community…
