১১ ফেব্রুয়ারি ২০১৬: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে এক আইনজীবী রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেছেন। সকালে ঢাকা মহানগর হাকিম আদালতে আইনজীবী মোস্তাফিজুর রহমান দুলাল এ মামলা দায়ের করেন। মামলার বিচারপতি স্নিগ্ধা রানী চক্রবর্তী। এর আগে মাহফুজ আনামের বিরুদ্ধে দুটি মানহানির মামলা হয়।
গত মঙ্গলবার খুলনা ও লক্ষ্মীপুর আদালতে ওই মামলা দুটি করেন দুই ছাত্রলীগ নেতা। এর একটি মামালার বাদী মামলায় অভিযোগ করেন, আসামি মাহফুজ আনাম সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনার বিরুদ্ধে ডিজিএফআইয়ের সরবরাহকৃত তথ্য কোনো প্রকার যাচাই-বাছাই না করেই পত্রিকায় প্রকাশ করেন। গত ৭ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন পত্রিকায় আবার এ বিষয়ে সংবাদ পরিবেশন হয়। সেখানে মাহফুজ আনাম বিষয়টি ভুল ছিল বলে স্বীকারোক্তিমূলক বক্তব্য দিয়েছেন। যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের মানহানি ঘটিয়েছে। এজন্য এ ঘটনায় প্রায় ১ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন বাদী।
এই মামলা সম্পর্কে খুলনা অফিস জানায়, মঙ্গলবার সকালে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ‘ক’ অঞ্চলের বিচারক ফারুক ইকবালের আদালতে কোটি টাকার মানহানির মামলাটি দায়ের করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সাগর। আদালত অভিযোগ আমলে নিয়ে আগামী ৩ মার্চ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। একই সঙ্গে এ বিষয়ে আগামী ১ মার্চের মধ্যে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য খুলনা সদর থানার অফিসার ইনচার্জকে (ওসি) নির্দেশ দেয়া হয়েছে।