১০ ফেব্রুয়ারী, ২০১৬: ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ১৩ হাজার ৮৩০ জন শিক্ষার্থী লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন।
বুধবার সন্ধ্যায় এ ফলাফল প্রকাশ করা হয়েছে। ফল প্রকাশের কথা সাংবাদিকদের নিশ্চিত করেছেন সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন।
তিনি বলেন, ‘পিএসসির ওয়েবসাইটে গেলে ফল পাওয়া যাবে। টেলিটক মোবাইল থেকেও ফল সংগ্রহ করা যাবে। মোবাইলের মাধ্যমে ফল জানতে ম্যাসেজ অপশনে গিয়ে PSC লিখে স্পেস দিয়ে 36 লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।’
পরীক্ষা নিয়ন্ত্রক আরো জানান, লিখিত পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে জানিয়ে দেয়া হবে।
৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা গত ৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এতে দুই লাখ ১১ হাজার ৩২৬ জন পরীক্ষার্থী অংশ নেন।
গত বছরের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এর মাধ্যমে বিভিন্ন ক্যাডারে দুই হাজার ১৮০ জনকে নিয়োগ দেয়া হবে।
London Bangla A Force for the community…
