১১ ফেব্রুয়ারি ২০১৬: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম ১৮ ফেব্রুয়ারি এবং জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম ৩ মার্চ পর্যন্ত মুলতবি করেছেন আদালত। বৃহস্পতিবার সকালে রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার শুনানি শেষে এই আদেশ দেন। এদিকে, অসুস্থতার কারণ দেখিয়ে আজও আদালতে হাজির হতে পারেননি মামলার প্রধান অভিযুক্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
অবৈধভাবে অর্থ আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল এবং ২০০৮ সালের ৩ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়াসহ ৯ জনকে আসামি করে মামলা দায়ের করে দুদক। আড়াই মাস লন্ডন সফর শেষে দেশে ফিরলেও গত বছরের ২৬ নভেম্বর থেকে আট ধার্য তারিখের মধ্যে সাতদিনই আদালতে হাজির হতে পারেননি বেগম জিয়া।