ব্রেকিং নিউজ
Home / বাংলাদেশ / ‘দুই বছরের মধ্যে ৩ লাখ কর্মী নেবে কাতার’

‘দুই বছরের মধ্যে ৩ লাখ কর্মী নেবে কাতার’

০৭ ফেব্রুয়ারী, ২০১৬: বাংলাদেশ থেকে আগামী দুই বছরের মধ্যে পর্যায়ক্রমে আরও ৩ লাখ কর্মী নেয়ার আশ্বাস দিয়েছে কাতার। একই সঙ্গে বাংলাদেশি শ্রমিকদের পরিশ্রমের বেশ প্রশংসা করেছেন দেশটির মন্ত্রীরা।

রবিবার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি এসব কথা বলেন।

সম্প্রতি কাতার সফর করেছেন নূরুল ইসলাম বিএসসি। সফর বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। তিনি বলেন, ‘বাংলাদেশি কর্মীরা কর্মনিষ্ট। তাদের সুনাম বিবেচনা করেই কাতার সরকার ২০১৫ সালে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় দ্বিগুন কর্মী নিয়োগ দিয়েছে। তাছাড়া আগামী ২০২২ সালে কাতারে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপ সামনে রেখে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া হবে।’

মন্ত্রী জানান, কাতারে পাঠানো কর্মীদের মধ্যে পুরুষ শ্রমিকদের সর্বনিম্ন মাসিক বেতন হবে এক হাজার রিয়াল। আর নারী শ্রমিকদের সর্বনিম্ন বেতন হবে ৭০০ রিয়াল।