৬ ফেব্রুয়ারি ২০১৬: মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে মন্তব্যের প্রতিবাদ জানাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ সমর্থিত কয়েকটি সংগঠন। এসময় তাদের গুশলান-২ নম্বর গোলচত্বরে আটকে দেয় পুলিশ। পরে বনানী মাঠে সমাবেশ করেছে তারা। পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে আজ সকাল ৯টার দিকে গুলশান ২ নম্বর চত্বরে জড়ো হয় মেহেদী হাসান নেতৃত্বাধীন ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ এর শতাধিক নেতা-কর্মী। সেখানে কর্তব্যরত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার আব্দুল আহাদ কূটনৈতিক পাড়ায় এই ধরনের কর্মসূচি পালনে নিষেধাজ্ঞার কথা জানিয়ে তাদের সরে যেতে বলেন। এদিকে গুলশান দুই নম্বর চত্বরে জড়ো হতে না পেরে বিক্ষোভকারীরা পশ্চিম দিকে সরে এসে বনানী মাঠে জড়ো হন তারা। এসময় তাদের সঙ্গে যোহ দেন সুচিন্তা ফাউন্ডেশন, ঢাকা কলেজ ছাত্রলীগ, তিতুমীর কলেজ ছাত্রলীগ, মুক্তিযোদ্ধ শহীদ সন্তান, মুক্তিযুদ্ধের চেতনায়সহ কয়েকটি আওয়ামী লীগ সমর্থিত সংগঠন। পাশের সড়কে তারা সমাবেশ করেন। সেখানে খালেদা জিয়ার বিরুদ্ধে নানা স্লোগান ও বক্তব্য দেন তারা।
সমাবেশে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধসহ সরকারের কাছে সাতদফা দাবি জানান তারা। বেলা সাড়ে ১২টার দিকে বনানী ত্যাগ করেন বিক্ষোভকারীরা। ওই এলাকায় ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগেও একই দাবিতে বিএনপি চেয়ারপারসনের গুলশান দুই নন্বর সেকশনের ৮৯ নম্বর সড়কের বাড়ি ঘেরাও কর্মসূচী পালন করেছিল সরকার সমর্থক সংগঠনগুলো।
London Bangla A Force for the community…
