ব্রেকিং নিউজ
Home / খেলাধুলা / এবার তামিম জেতালেন পেশোয়ারকে

এবার তামিম জেতালেন পেশোয়ারকে

৬ ফেব্রুয়ারি ২০১৬: পাকিস্তান সুপার লীগে (পিএসএল) নিজেদের প্রথম ম্যাচেই জ্বলে উঠলেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল। শুক্রবার দিনের প্রথম ম্যাচে ১ উইকেট ও ৫১ রান করে করাচি কিংসকে জিতিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন সাকিব। আর দিনের অন্য ম্যাচে তামিম খেললেন ৫১ বলে ৫১ রানের দুর্দান্ত ইনিংস। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে পেশোয়ার জালমির হয়ে একটুর জন্য ম্যাচসেরা খেলোয়াড় হতে পারেন নি তিনি। কিন্তু পেশোয়ারের জয়ের নায়ক বাংলাদেশের তামিমই। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটে গিয়ে পেশোয়ার সংগ্রহ করে ৭ উইকেটে ১৪৫ রান। পাকিস্তানের ওপেনার মোহাম্মদ হাফিজের সঙ্গে এদিন ইনিংস উদ্বোধন করতে নামেন তামিম ইকবাল। হাফিজ ১১ রানে ফেরার পর মালান ও উমর আকমল যথাক্রমে ৬ ও ৮ রানে ফেরেন। এতে ৪৩ রানের মধ্যে পেশোয়ারের ৩ উইকেট ‘নাই’ হয়ে যায়। এই অবস্থায় দলের হাল ধরেন তামিম। এতে নিজের স্বভাবজাত মারকুটে ব্যাটিংটা করতে পারেন নি। মাঝের দিকে শহিদ ইউসুফ ১৬ ও শহিদ আফ্রিদি ১৬ রানে আউট হন। আর তামিম ১ ছক্কা ও ৩ চারে করেন ৫১ রান। জবাবে ৯ উইকেটে ১২১ রান তুলতে পারে মিসবাহ উল হকের ইসলামাবাদ। এতে শহিদ আফ্রিদির পেশোয়ার ২৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে। ইসলামাবাদের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন। আর মিডলঅর্ডার ব্যাটসম্যান স্যাম বিলিংস করেন দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান। পেশোয়ারের হয়ে ২০ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হনে মোহাম্মদ আসগর।