০৫ ফেব্রুয়ারী, ২০১৬: মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক করা রুগ্ন রাজনীতি বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।
শুক্রবার রাজধানীর আরামবাগে দলীয় কার্যালয়ে এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন। এর আগে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি ১১ দফা সংবলিত সনদ ঘোষণা করেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ২১ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে বলে মন্তব্য করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এই বক্তব্যের জেরে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার মামলা হয়েছে। তার বিরুদ্ধে সমন জারি করা হয়েছে।