০৫ ফেব্রুয়ারী, ২০১৬: আগামী ১৯ মার্চ জাতীয় কাউন্সিল করার ঘোষণা দিয়েছে বিএনপি। এ জন্য সম্ভাব্য তিনটি স্থানের নাম দিয়ে এ আয়োজনের জন্য গণপূর্ত কর্তৃপক্ষ ও পুলিশের অনুমতিও চাওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
রিজভী বলেন, ‘মার্চের ১৯ তারিখ আমরা কাউন্সিল অনুষ্ঠানের জন্য তিনটি জায়গার অনুমতি চেয়ে দরখাস্ত করেছি। এর মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানের জন্য গণপূর্ত কর্তৃপক্ষের কাছে চিঠি দেয়া হয়েছিল, তার জবাব পেয়েছি। তারা বলেছে, তাদের দিতে আপত্তি নেই, এটা এখন পুলিশের অনুমোদনের বিষয়।’ তবে, পুলিশের পক্ষ থেকে এখনো জবাব আসেনি বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আসন্ন কাউন্সিল উপলক্ষে সারা দেশে বিভিন্ন শাখা থেকে দুইজন কাউন্সিলরের নাম চেয়েছে বিএনপি। একই সঙ্গে শাখাগুলো থেকে আন্দোলন সংগ্রামে নিহতদের নামের তালিকাও চাওয়া হয়েছে।
বিএনপির সর্বশেষ পঞ্চম কাউন্সিল হয়েছিল ২০০৯ সালের ৮ ডিসেম্বর, শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।তিন বছর পর পর কাউন্সিল অনুষ্ঠানের কথা থাকলেও ছ্য় বছরের বেশি সময় পর দলটির ষষ্ঠ কাউন্সিল হতে যাচ্ছে।
London Bangla A Force for the community…
