ব্রেকিং নিউজ
Home / বিশ্ব / নিউইয়র্কের সরকারি স্কুলে চতুর্থ ভাষা বাংলা

নিউইয়র্কের সরকারি স্কুলে চতুর্থ ভাষা বাংলা

new york cityscape, tourism concept photograph; Shutterstock ID 57571171; Project/Title: Fodors.com Slideshow; Destination: New York; Downloader: Jessica Parkhill

১১ অক্টোবর ২০১৫: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সরকারি স্কুলে চতুর্থ প্রধান ভাষা হিসেবে স্থান পেয়েছে বাংলা। গত দুই দশকে নিউইয়র্কে বাংলাদেশ থেকে আগত অভিবাসীদের সংখ্যা বেড়েছে।

নিউইয়র্ক শহরের সরকারি স্কুলগুলোতে বাঙালি ছাত্রছাত্রীদের সংখ্যা বেড়ে সাড়ে ছয় হাজার হয়েছে। নিউইয়র্কের শিক্ষা কমিশনারের অফিসের দেয়া তথ্য অনুসারে, ইংরেজি ভাষার পর শহরটির স্কুলে সর্বাধিক ব্যবহৃত ভাষা স্প্যানিশ ও চীনা। চতুর্থ স্থানে রয়েছে বাংলা।

বর্তমানে নিউইয়র্কের ব্রুকলিন, ব্রঙ্কস ও কুইন্সের বাঙালি অধ্যুষিত অঞ্চলে অবস্থিত তিনটি স্কুলে ইংরেজির পাশাপাশি বাংলার সমান্তরাল ব্যবহারের সুযোগ রয়েছে। দ্বিভাষিক কর্মসূচি নামে পরিচিত এই ব্যবস্থায় ছাত্রছাত্রী একই সঙ্গে ইংরেজি ও তার মাতৃভাষায় পাঠ গ্রহণের সুযোগ পায়। সূত্র : খবর ডটকম।