১৮ সেপ্টেম্বর ২০১৫: ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মর্টার হামলায় সৌদি আরবের একটি হাসপাতালে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
শুক্রবার স্থানীয় সময় সকালে ইয়েমেন সীমান্ত সংলগ্ন সৌদি আরবের জিজান এলাকার সামতাহ জেনারেল হাসপাতালে এই হামলার ঘটনা ঘটে।
নিহত বাংলাদেশিরা হলেন- টাঙ্গাইলের নুরু ও ব্রাহ্মণবাড়িয়ার বাতেন। তারা ওই হাসপাতালের পরিচ্ছন্ন কর্মী ছিলেন বলে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
ইতোমধ্যে সেখান থেকে বিদেশিদের সরিয়ে নেয়া হয়েছে। বাংলাদেশ সরকারও হুতি বিদ্রোহীদের ভূমিকার সমালোচনা করেছে।
সৌদি আরব নেতৃত্বাধীন আরব জোট ইয়েমেন সরকারের সমর্থনে সে দেশের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযানে নামায় এর আগেও এ ধরনের হামলার ঘটনা ঘটেছে। ইয়েমেনের উত্তরাঞ্চলীয় হুতি বিদ্রোহীরা গত ফেব্রুয়ারিতে সরকার উৎখাত করে রাজধানী সানা দখল করে নেয়ার পর থেকেই দেশটিতে অরাজক পরিস্থিতি চলছে।