মাহবুব আলী খানশূর : পূর্ব লন্ডনের প্রখ্যাত রুকাইয়া চিকিত্সক জাকারিয়া ইসলাম আজ বিকালে অজ্ঞাত বাক্তির ছুরিকাঘাতে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন ) । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর | তিনি স্ত্রী ও ৩ মেয়ে রেখে গেছেন | পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে গত এক মাসের মধ্যে এটি তৃতীয় খুনের ঘটনা ।
জানা যায়, হুয়াইটচ্যাপেল এর ৮-১০ গ্রেটরেকস স্ট্রিটের (E1 5NF) গ্রেটরেকস বিজনেস সেন্টারে দুতলায় একটি রুম নিয়ে রুকাইয়া চিকিতসা করাতেন তিনি | সোমবার বিকাল ৬:২০ মিনিটের দিকে এক বাক্তি তার অফিসে আসে | সিসিটিভি চেক করে পুলিশ দেখতে পায় , ওই বাক্তি তার রুমে প্রবেশের আগে একটি ব্যাগ হাতে কয়েকবার আশেপাশে ঘুরাঘুরি করে | দুষ্কৃতিকারী তার রুমে তাকে ছুরিকাঘাত করলে তিনি নিজেকে রক্ষা করতে চেষ্টা করেন | এসময় দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে | এক পর্যায় তিনি মাটিতে লুটিয়ে পরেন এবং হামাগুড়ি দিয়ে পাশের রুমে গিয়ে তাকে রক্ষা করতে বলেন | পাশের রুমের লোকজন তাকে হাসপাতালে নেয়ার পথে তিনি সন্ধা পৌনে ৭ টায় মারা যান | আশেপাশের লোকজন পুলিশ কল করলে তারা আহত দুষ্কৃতিকারীকে আটক করে হাসপাতালে নিয়ে যায় | তার গ্রামের বাড়ী সিলেটের গোলাপগঞ্জের চন্দ্রপুরে | কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি | পুলিশ এবিষয়ে তদন্ত করছে | মঙ্গলবার তার জানাজা নামাজ ইস্ট লন্ডন মসজিদে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে | তবে কোন সময় হবে তা এখনো জানা যায়নি |