ব্রেকিং নিউজ
Home / বাংলাদেশ / মন্ত্রীসভায় ভ্যাট প্রত্যাহারে সিদ্ধান্ত

মন্ত্রীসভায় ভ্যাট প্রত্যাহারে সিদ্ধান্ত

no-vat১৪ সেপ্টেম্বর ২০১৫: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশনির ফি’র ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারে মন্ত্রসভায় নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার সকালে মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে বৈঠক সূত্র জানিয়েছে। সূত্র জানায়, বৈঠকের শুরুতে ভ্যাট প্রত্যাহারের বিষয়ে প্রধানমন্ত্রী তার ইচ্ছা প্রকাশ করলে মন্ত্রিসভার সদস্যরা এতে সম্মতি প্রকাশ করেন। এ বিষয়ে মন্ত্রীপরিষদ সচিব আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বিস্তারিত জানাবেন। সচিবালয় সূত্র জানিয়েছে, বেলা ২টা ৩০ মিনিটে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
প্রসঙ্গত, টিউশন ফি’র ওপর আরোপিত সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আন্দোলন করছে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

প্রায় এক সপ্তাহের তুমুল আন্দোলনের মুখে সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট প্রত্যাহারের ওই সিদ্ধান্ত নিল।

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে, সংবাদ সম্মেলন দেখে তবেই তারা আন্দোলন প্রত্যাহার করবেন। সোমবার সকাল থেকে শিক্ষার্থীরা ধানমণ্ডি, রামপুরা, উত্তরা, গুলশান ও বনানী এলাকার রাজপথে অবস্থান নেয়।