১১ সেপ্টেম্বর ২০১৫: বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অর্পিত ৭.৫% বর্ধিত ভ্যাট শিক্ষার্থীদেরই দিতে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শুক্রবার তিনি একথা বলেন। এর আগেও তিনি এ বক্তব্য দিয়েছিলেন।
এদিকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভ্যাট দিতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে, কোনো শিক্ষার্থীদের নয়। আর শিক্ষার্থীদের কাছে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় ভ্যাট আদায় করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছে।
এর আগে বৃহস্পতিবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণে টিউশন ফি-র ওপর আরোপিত সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। রাজধানী অচল হয়ে পড়ায় বিপাকে পরে নগরবাসী। আন্দোলন চলমান থাকা অবস্থায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে ভ্যাট নেওয়া হবে এমন ঘোষণা দেয় জাতীয় রাজস্ব বোর্ড। এমন অবস্থায় শুক্রবার আবারো অর্থমন্ত্রী বললেন, ভ্যাট দিতে হবে শিক্ষার্থীদেরই।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে সংসদ অধিবেশনের সমাপনি বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, শিক্ষার্থী নয়, ভ্যাট দিবেন কর্তৃপক্ষ।