১৬ জুলাই ২০১৫: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে গাজীপুরের কাসিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৬ ডিসেম্বর সকালে রাজধানীর সিদ্ধেশ্বরীর আয়েশা কমপ্লেক্সের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ২৪ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সংসদ সদস্য ছবি বিশ্বাসের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এরপর চলতি বছরের শুরুর দিকে হরতাল-অবরোধে কাঁটাতার বিছানোর একটি মামলায় তাকে পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করা হয়। তবে হাইকোর্টে তিনি জামিন পান। আপিল বিভাগও সেই জামিন বহাল রাখে।
London Bangla A Force for the community…
