১৬ জুলাই ২০১৫: শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় শুক্রবার সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের দেশগুলোতে পালিত হবে পবিত্র ঈদ উল ফিতর। বৃহস্পতিবার রাতে সৌদি আরবসহ মধ্য প্রাচ্যে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সৌদি গণমাধ্যম আল অ্যারাবিয়া এ তথ্য নিশ্চিত করেছে। এক মাস রোজা রাখার পর কাল শক্রবার ঈদ-উল-ফিতর পালিত হচ্ছে সৌদি আরব, ব্রিটেনসহ মধ্য প্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে ।
এর আগে গতকাল বুধবার সৌদি আরবের সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার মাগরিবের (সন্ধ্যা) পর খালি চোখে চাঁদ দেখা গেলে নিকস্থ কোর্টে জানানোর জন্য সৌদি নাগরিকদের প্রতি এক প্রজ্ঞাপনে আহ্বান জানান।
চন্দ্র মাসের হিসাব অনুযায়ী বৃহস্পতিবার ২৯ রমজান। সে অনুযায়ী এদিন চাঁদ দেখা যাওয়ায় শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে।
উল্লেখ্য সৌদি আরবে চাঁদ দেখা বিষয়ে সিদ্ধান্ত নেয় দেশটির সুপ্রিম কোর্ট। দেশের প্রত্যন্ত অঞ্চলে চাঁদ দেখার বিষয়ে কমিটি নিয়োগ দেওয়া হয়। কমিটির পাঠানো তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট।
এদিকে ঈদ উপলক্ষে সৌদি আরবে সরকারি অফিস আদালতে ছুটি শুরু হয়ে গেছে। বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানেও বৃহস্পতিবার থেকে ছুটি শুরু হয়েছে। যা চলবে আগামী ২২ জুলাই পর্যন্ত।