ব্রেকিং নিউজ
Home / বাংলাদেশ / নিজের বক্তব্য থেকে সরে এলেন প্রতিমন্ত্রী

নিজের বক্তব্য থেকে সরে এলেন প্রতিমন্ত্রী

asaduzzaman khan৭ জুলাই ২০১৫: বর্ষবরণ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যৌন নিপীড়নের ঘটনার সঙ্গে জড়িতদের কয়েকজনকে আটক করা হয়েছে- জাতীয় সংসদে এমন তথ্য দেয়ার একদিন পরই সে বক্তব্য থেকে সরে এসেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রতিমন্ত্রী বলেছেন, ‘যৌন নিপীড়নের ঘটনায় সাতজনকে চিহ্নিত করা হলেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’

মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

যদিও গতকাল সোমবার সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেছিলেন, ‘বর্ষবরণে যৌন নিপীড়নের ঘটনায় চিহ্নিতদের মধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে।’ তবে পুলিশ সূত্র বলেছিল, ঘটনায় কোনো গ্রেপ্তার নেই।

আসাদুজ্জামান বলেন, ‘পহেলা বৈশাখের ঘটনায় কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছিল। তাদের মধ্যে তিনজনকে ৫৪ ধারায় চালানও দেয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেয়ার কথা আমার জানা ছিল না।’

উল্লেখ্য, গেল ১৪ এপ্রিল বর্ষবরণ উৎসবের সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ভিড়ের মধ্যে নারীদের যৌন নিপীড়নের ঘটনা ঘটে। এতে বাধা দিতে গিয়ে আহত হন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি লিটন নন্দীসহ কয়েকজন। ওই ঘটনায় দেশ জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তড়িৎ ব্যবস্থা নিতে না পারায় ব্যাপক সমালোচনা হয়। পরবর্তিতে ছবি ও ভিডিও দেখে আটজনকে চিহ্নিত করার দাবি করে পুলিশ। এদের ধরিয়ে দিতে গত ১৭ মে এক লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়। এ বিষয়ে উচ্চ আদালতে একটি রিট করা হয়। তবে এত কিছু হলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।