৭ জুলাই ২০১৫: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দু’টির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৪ সদস্যের দলে ফিরেছেন অলরাউন্ডার মাহমুদুল্লাহ ও উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক বিজয় তবে ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ। এছাড়া বাদ পড়েছেন ব্যাটসম্যান মুমিনুল হক ও রনি তালুকদার। আঙ্গুলের ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাদ পড়েন মাহমুদুল্লাহ। আর মার্চে বিশ্বকাপ চলাকালে ইনজুরিতে পড়েন এনামুল হক বিজয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি হবে ১০ জুলাই মিরপুরে।
বাংলাদেশ ১৪ সদস্যের দল
মাশরাফি বিন মুর্তজা (অধি:), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, আরফাত সানি, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস. যুবায়ের হোসেন, এনামুল হক বিজয় ও মাহমুদুল্লাহ।
মাশরাফি বিন মুর্তজা (অধি:), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, আরফাত সানি, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস. যুবায়ের হোসেন, এনামুল হক বিজয় ও মাহমুদুল্লাহ।
London Bangla A Force for the community…
