৫ জুলাই ২০১৫: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৫২ রানে হারল বাংলাদেশ।
প্রোটিয়াদের বেঁধে দেয়া ১৪৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নিয়মিত উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা।
প্রথম ওভারেই কাইল অ্যাবোটের বলে আউট হন তামিম (৫)। এরপর দ্বিতীয় ওভারের পঞ্চম বলে রাবাদার বলে ডুমিনির হাতে ক্যাচ দিয়ে আউট হন সৌম্য সরকার (৭)। দলীয় ৫০ রানে ডুমিনির বলে উড়িয়ে মারতে গিয়ে মিলারের হাতে ধরা পরেন মুশফিক (১৭)। দশম ওভারে ডুমিনির বলে কুইনটন ডি ককের হাতে ধরা পরেন সাব্বির রহমান। নাসির হোসেনও বেশিক্ষণ টিকতে পারেননি দলীয় ৫৭ রানে অ্যারোন ফাঙ্গিসোর বলে আউট হন তিনি। লিটন দাসকে সঙ্গে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন সাকিব। কিন্তু ৭১ রানের মাথায় সাকিবও (২৬) সাজঘরে ফেরেন। দলীয় ৯৪ রানে রান আউট হন সোহাগ গাজী। একই রানে ফিরে যান লিটন দাস (২২)। দলীয় ৯৬ রানে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন মুস্তাফিজুর রহমান।
এর আগে শনিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা ১৪৮ রান সংগ্রহ করে।
শুরুতেই দক্ষিণ আফ্রিকা শিবিরে আঘাত হানেন আরাফাত সানী ও নাসির হোসেন। ফিরিয়ে দেন সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স ও ডি কককে। এরপর জেপি ডুমিনি ও ডুপ্লেসিস মিলে ৪৬ রানের জুটি গড়েন। এই জুটি ভাঙেন আরাফাত সানী। এরপর সাকিব ফেরান ডেভিড মিলারকে (১)। পঞ্চম উইকেট জুটিতে অধিনায়ক ফাপ ডুপ্লেসিস (৭৯) ও রিলে রুশো (৩১) মিলে ৫৮ রান তুলে অপরাজিত থাকেন।
London Bangla A Force for the community…
