৫ জুলাই ২০১৫: মতিঝিল থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোসলে উদ্দিন (৬০) রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শনিবার রাত ১০টার দিকে মারা গেছেন। অসুস্থ অবস্থায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোসলে উদ্দিন কমলাপুর ৮নং ওয়ার্ডের বিএনপির সাবেক কমিশনার ছিলেন। তিনি পরিবার নিয়ে মতিঝিলের উত্তর কমলাপুর এলাকার ২৯/৩ নং বাসায় থাকতেন।
খবর পেয়ে তার ভাই সামসুদ্দিন আহমেদ ঢামেক হাসপাতালে যান। সেখানে তিনি সাংবাদিকদের জানান, গেলো পহেলা জুলাই মতিঝিল থানা পুলিশ তাকে রাজনৈতিক সহিংসতা মামলায় গ্রেফতার করে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। শনিবার রাতে অসুস্থ অবস্থায় কারাগার থেকে তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের সহকারী ক্যাম্প ইনচার্জ এএসআই সেন্টু চন্দ্র দাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
London Bangla A Force for the community…
