ব্রেকিং নিউজ
Home / ব্রিটেন সংবাদ / ব্রিটিশ বাংলাদেশী মিনিক্যাব ড্রাইভার এসোসিয়েশনের ইফতার পার্টি সম্পন্ন

ব্রিটিশ বাংলাদেশী মিনিক্যাব ড্রাইভার এসোসিয়েশনের ইফতার পার্টি সম্পন্ন

গত ০১লা ডিসেম্বর ব্রিটিশ মিনিক্যাব ড্রাইভার্স এসোসিয়েশনের ইফতার পার্টি ও মিলাদ মাহফিল আয়োজন করা হয় স্থানীয় পূর্ব লন্ডনের সোনার গাও রেস্টুরেন্টে। বিএমডিএ`র সভাপতি আব্দুল মালিকের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতার বাংলার সিইও নাজিম চৌধুরী, কাউন্সিলর রহিমা খাতুন। সংগঠণের নানা দিক এবং ড্রাইভারদের বিভিন্ন সমস্যা সহ মিনিক্যাব লাইসেন্স এবং টিএফএল এর বিভিন্ন নীতি তুলে ধরে বক্তব্য রাখেন বিএমডিএর সিইও সাদেক আহমেদ।

বেতার বাংলার সিইও নাজিম চৌধুরী বিএমডিএর নানা সাফল্যের কথা শুনে তাদের প্রশংসা করে এই সংগঠণের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সব ধরনের মিডিয়া সাহায্যের আহবান জানান।

কাউন্সিলর রহিমা খাতুন বক্তব্যে বলেন, মিনিক্যাব ড্রাইভার যারা আছেন, তাদের নানা সমস্যা ও সেই সাথে বিভিন্ন আশা জাগানিয়া সাফল্যের কথা শুনে আনন্দিত হলাম। আপনাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।

সভায় আরো বক্তব্য রাখেন আব্দুল কালাম, মুহিব চৌধুরী,আবিদ হোসেন অপু, আতাউর রহমান আতা প্রমুখ।

বক্তারা সকলেই বিএমডিএর সাথে অন্যান্য সকল মিনিক্যাব ড্রাইভারদেরও এসোসিয়েশনভুক্ত করার নানা দিক তুলে ধরেন।

ইফতারের পূর্বে ইসলামের আলোকে রমজান, যাকাত, নামাজের গুরুত্ব নিয়ে বক্তব্য পেশ করেন সভার প্রধান অতিথি শেড ওয়েল মসজিদের খতিব মাওলানা নূরুল ইসলাম। বক্তব্য শেষে তিনি মোনাজাত পরিচালনা করেন।

পুরো অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিএমডিএর সাধারণ সম্পাদক তানভীর রহমান খান শাহীন ।