২৫ জুন ২০১৫: ভারতের বেঙ্গালুরুর ভোটার তালিকায় ভুল করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম অন্তর্ভুক্ত করা প্রসঙ্গে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের ইন্ডিয়া টুডে পত্রিকা। ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বাস করুন আর না-ই করুন, ভারতের বেঙ্গালুরুর আসন্ন পৌর নির্বাচনের ভোটার তালিকায় রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। কর্ণাটকে প্রাপ্ত একটি ভোটার আইডি কার্ডের তথ্য অনুযায়ী শেখ হাসিনা বেঙ্গালুরুর থানিসান্দ্রা এলাকার বাসিন্দা। ওই পরিচয় পত্রে শেখ হাসিনা ও তার স্বামী মরহুম ওয়াজেদ মিয়ার নাম এবং তার ছবি পরিষ্কারভাবে দেয়া আছে। কেবলমাত্র মিলছে না জন্মতারিখ। পরিচয় পত্রে উল্লেখ রয়েছে, ওই শেখ হাসিনার জন্ম ১৯৯২ সালে! নির্বাচন কমিশনের ভুলের বিষয়টি উল্লেখ করে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী কেজে জর্জ বলেন, আমি মনে করি না যে, এটি আসল পরিচয় পত্র। এ বিষয়টি তদন্তের জন্য আমি নির্দেশ দেব। বেঙ্গালুরুর পৌর নির্বাচনের তারিখ খুব শিগগিরই ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে। এরই মাঝে এমন গুরুতর ভুলের বিষয়টি সামনে এল। ভারতের নির্বাচন কমিশনের ইস্যু করা বহু ভুয়া পরিচয় পত্রের মধ্যে এটি একটি।
সূত্র: মানবজমিন