বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অপহৃত নায়েক আবদুর রাজ্জাককে হস্তান্তর করল মিয়ানমার।
বৃহস্পতিবার সকাল ১১টা ২০ মিনিটে মিয়ানমারের মংডুতে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সঙ্গে বাংলাদেশের বিজিবির পতাকা বৈঠক শুরু হয়। বৈঠক চলাকালীন দুপুর ১টা ৩৫ মিনিটে বৈঠকে হাজির হন নায়েক আব্দুর রাজ্জাক। এর পর বিকাল ৩টা ৭ মিনিটে বৈঠক শেষে রাজ্জাককে হস্তান্তর করল বিজিপি ।
এর আগে, টেকনাফ স্থলবন্দরের পুলিশ ইমিগ্রেশন চেকপোস্টের দায়িত্বরত কর্মকর্তারা জানান, টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু জার আল জাহিদের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদল বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে দুটি স্পিড বোটে করে মংডুর উদ্দেশ্যে রওনা হন।
পতাকা বৈঠকে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের পক্ষে অংশ নেয় ১০ সদস্যের একটি প্রতিনিধিদল।
রাজ্জাকের স্বাস্থ্য পরীক্ষার জন্য তাদের সঙ্গে একজন চিকিৎসকও রয়েছেন বলে বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন।
রোহিঙ্গাদের নিয়ে টানাপড়েনের মধ্যে গত ১৭ জুন কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীতে গোলাগুলির পর বিজিবি সদস্য রাজ্জাককে ধরে নিয়ে যায় বিজিপি। ওই ঘটনায় সিপাহী বিপ্লব নামে আরেক বিজিবি সদস্য গুলিবিদ্ধ হন।
রাজ্জাককে ধরে নেওয়ার পরদিন ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। অপহৃত বিজিবি সদস্যকে দ্রুত ফেরত পাঠাতে বলা হয় তাকে।
অন্যদিকে রাজ্জাককে ফেরাতে বিজিবির পক্ষ থেকে কয়েক দফা পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাড়া না পাওয়ায় এক সপ্তাহ ধরে বিষয়টি ঝুলে থাকে।
বিজিপির ফেইসবুক পেইজে এরই মধ্যে নায়েক রাজ্জাকের দুটো ছবি প্রকাশ করা হয়, যাতে তাকে রক্তাক্ত অবস্থায় হাতকড়া হাতে দেখা যায়। এ অবস্থায় রাজ্জাকের স্ত্রী আসমা বেগম গত রোববার সকালে এক পুত্র সন্তানের জন্ম দেন।
বিষয়টি সংবাদের শিরোনাম হলে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে মিয়ানমারের সমালোচনা করেন অনেকে। জাতীয় সংসদেও এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন একজন আইনপ্রণেতা।
একপর্যায়ে রাজ্জাককে ফেরত দিতে বাংলাদেশ সরকারকে শর্তও দেয় মিয়ানমার। তারা দাবি করে, মিয়ানমার উপকূলে পাচারকারীদের নৌকা থেকে উদ্ধার ৫৫৫ জনকেও বিজিবি সদস্যে রাজ্জাকের সঙ্গে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে।
এতে ক্ষোভ প্রকাশ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল গত মঙ্গলবার বলেন, মিয়ানমার ‘অতিরিক্ত করছে’।
এরপর মঙ্গলবার সন্ধ্যায় বিজিবি প্রধান মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, তারা বিজিপির কাছ থেকে পতাকা বৈঠকে বসার চিঠি পেয়েছেন। শিগগিরই রাজ্জাককে ফিরিয়ে আনা হবে।
London Bangla A Force for the community…
