১৫ জুন ২০১৫: একমাত্র টেস্টের পর এবার বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে সফরকারী ভারত। সিরিজকে সামনে রেখে আজ সোমবার বিকালে ঢাকা পৌঁছেছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিসহ সাত ক্রিকেটার।
বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে খেলতে ধোনির সঙ্গে বাংলাদেশে আসা বাকিরা হলেন- সুরেশ রায়না, স্টুয়ার্ট বিন্নি, রবীন্দ্র জাদেজা, আম্বাতি রায়ডু, মোহিত শর্মা, অক্ষর প্যাটেল ও ধবল কুলকার্নী। অন্যদিকে, একমাত্র টেস্ট খেলা শেষে ঢাকা ত্যাগ করেছেন ঋদ্ধিমান সাহা এবং হরভজন সিং।
ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই দিবা-রাত্রির এবং অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।
London Bangla A Force for the community…
