১৪ জুন ২০১৫: টেস্ট শেষ হওয়ার একদিন আগেই ঘোষণা করা হয়ে গেল ভারতের বিপক্ষে তিন ওয়ানডের জন্য বাংলাদেশ দল। আর ১৮ জুন থেকে শুরু হতে যাওয়া এই সিরিজের জন্য বড় একটা চমকই দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা।
সুযোগ পেয়েছেন পাকিস্তানের বিপক্ষে এক টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা-সম্পন্ন মুস্তাফিজুর রহমান। গত এপ্রিলে টি-টোয়েন্টি অভিষেকে দুর্দান্ত বোলিং করে ৪ ওভারে ২০ রানে ২ উইকেট নিয়েছিলেন। ডট বলই ছিল ১৬টা! একটিও চার হজম করতে হয়নি তাকে।
ইনজুরি কাটিয়ে সুযোগ পাননি এনামুল হক বিজয়। এছাড়া আছেন ফতুল্লা টেস্টে অভিষিক্ত ক্রিকেটার লিটন কুমার দাস। সুযোগ পাচ্ছেন রনি তালুকদার। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দলে থাকা আবুল হোসেন রাজু বাদ পড়েছেন।
বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, আরাফাত সানি, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), নাসির হোসেন, রনি তালুকদার, রুবেল হোসেন, সাব্বির রহমান রুম্মান, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, লিটন কুমার দাস এবং মুস্তাফিজুর রহমান।