১৩ জুন ২০১৫: রাজধানী ঢাকায় মাইক্রোতে গাড়ো তরুণীকে গণধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার এক নারী পুলিশ সদস্য গণধর্ষণের শিকার হয়েছেন। ওই নারীর অভিযোগ তার সাবেক স্বামী ও তার সহযোগীরা এ কাণ্ড ঘটিয়েছে। তাদের বিরুদ্ধে তুরাগ থানায় মামলা করেছেন ধর্ষীতা নারী। শনিবার দুপুর দুইটার দিকে ধর্ষণের অভিযোগ আনা ওই নারী পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। জানা গেছে, ‘ওসিসিতে আসা নারী কনস্টেবলের কয়েকটি শারীরিক পরীক্ষা করা হয়েছে। আগামীকাল তার ফরেনসিক পরীক্ষা করা হবে।’
জানা গেছে, ‘২০১১ সালে খিলগাঁও থানার সাবেক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কালিমুর রহমানের সঙ্গে ধর্ষিতা নারী কনস্টেবলের বিয়ে হয়। এবং ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়। তার সাবেক স্বামী কালিমুর রহমান বুধবার রাতে খিলগাঁওয়ের তিলপাপাড়ার একটি বাসায় তাকে ডেকে নিয়ে যায়। সেখানে কালিমুর রহমানসহ আরো কয়েকজন মিলে সারারাত ধরে তাকে ধর্ষণ করে।
আরো জানা গেছে, বৃহস্পতিবার সকালে কৌশলে তিনি ওই বাসা থেকে বের হয়ে খিলগাঁও এলাকায় তার এক আত্মীয়ের বাসায় ওঠেন। সেখান থেকে শুক্রবার তিনি রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি হন। এরপর শনিবার ঢামেক হাসপাতালে আসেন।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজ ভূঁইয়া জানান, ‘তাদের মধ্যে বিয়ে ও বিচ্ছেদের ঘটনা হয়েছে বলে জানতাম। তবে ধর্ষণের ঘটনা হয়েছে কিনা এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।’
তিনি জানান, ‘খিলগাঁও থানায় দায়িত্বপালনে থাকা এএসআই কালিমুর রহমান বর্তমানে স্পেশাল পুলিশ ব্যাটালিয়ন (এসপিবিএন) এ কর্মরত আছেন।’
London Bangla A Force for the community…
