১৩ জুন ২০১৫: ফতুল্লা টেস্টে আজকের চতুর্থ দিনও বৃষ্টি বাগড়া দিয়েছে। ভারতীয়রা তৃতীয় দিনে ছয় উইকেট হারিয়ে তোলা ৪৬২ রানে প্রথম ইনিংসের ইতি টানার পর বাংলাদেশ দল ব্যাটিংয়ে নেমে ৩০.১ ওভার হতেই বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় খেলা। এই সময়ে বাংলাদেশ দল তিন উইকেট হারিয়ে তুলেছে ১১১ রান।
চতুর্থ দিন সকালে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় নিজেদের ইনিংস শুরু করে বাংলাদেশ। দলীয় ২৭ রানে ওপেনার তামিম ইকবাল ব্যক্তিগত ১৯ রানে আউট হলে প্রথম উইকেট হারায় টাইগাররা। উইকেটটি নিয়েছেন ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিন।
এরপর ইমরুল কায়েস ও মুমিনুল হক কিছুক্ষণ ক্রিজে টিকে ছিলেন। তবে তাদের ৮১ রানের পার্টনারশিপ ভেঙে দেন ষ্পিনার হরভজন সিং। দুর্দান্ত ব্যাট করতে থাকা মুমিনুল ৩০ রান করে হরভজনের শিকার হন।
মুমিনুলের বিদায়ে ক্রিজে যোগ দেন অধিনায়ক মুশফিকুর রহিম। অশ্বিনের দ্বিতীয় শিকার হয়ে ২ রান করে সাজঘরে ফেরেন তিনি।
মুশফিক ফিরে গেলে ইমরুলের সঙ্গী হন সাকিব। তবে অল্প সময়ের মধ্যেই মুষলধারার বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। তাতে আগে ভাগেই মধ্যাহ্ন বিরতি দেন ম্যাচের আম্পায়াররা। বিকাল চারটার দিকে আম্পায়রা মাঠ পরিদর্শন শেষে চতুর্থ দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন।
London Bangla A Force for the community…
