১৩ জুন ২০১৫: এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমানে বিশেষ খাবারের অর্ডার দিয়েছিলেন এক যাত্রী৷ খাবারের ট্রে হাতে পেয়েই শুরু করলেন চিৎকার৷ কারণ প্লাস্টিক মোরা বার্গার থেকে উঁকি দিচ্ছিল টিকটিকি৷ ছুটে আসেন বিমানকর্মীরা৷ তারা খাবারের প্লেট বদলে দিতে চাইলে তাতে রাজি হননি ওই যাত্রী৷
খাবারের এই নমুনা দেখে খেতে অস্বীকার করেন আরও অনেক যাত্রীই৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে এয়ার ইন্ডিয়ার দিল্লি-লন্ডনগামী ১১১ বিমানে৷
ইতোমধ্যেই সরকারি এই সংস্হার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই যাত্রী৷
বিমানকর্মীদের অভিযোগ, কর্তৃপক্ষের কাছে বারবার খাবার রাখার জায়গা পরিষ্কার করানোর কথা বললেও কাজ হয়নি৷
তবে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফ থেকে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷
বর্তমানে ৪০ হাজার কোটি টাকার দেনা রয়েছে সংস্থাটির৷ পরিষেবার হাল এরকম হলে আগামীদিনে এয়ার ইন্ডিয়া আরও যাত্রী হারাতে পারে বলে আশঙ্কায় খোদ কর্তৃপক্ষ৷
সূত্র: টাইমস অব ইন্ডিয়া