আদালতের রায়ে বাতিল হওয়া টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্টেপনী ওয়ার্ডের উপনির্বাচনে লেবার দলীয় প্রার্থী সাবিনা আক্তার ১৬৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন স্বতন্ত্রপ্রার্থী আবু তালহা চৌধুরী। তার প্রাপ্ত ভোট হচ্ছে ১৪৭২।
উল্লেখ্য ২০১৪ সালের ২২শে মে অনুষ্ঠিত নির্বাচনে সাবেক নির্বাহী মেয়র লুৎফুর রহমান দ্বিতীয়বারের মতো টাওয়ার হ্যামলেটসের মেয়র নির্বাচিত হয়েছিলেন। তার বিরুদ্ধে পোস্টাল ভোট জ্বালিয়াতিসহ ৭টি অভিযোগ এনে আদালতয় গত ২৩ শে এপ্রিল বিশেষ নির্বাচনী কোর্ট লুৎফুর রহমানকে দোষি সাব্যস্ত করে উপনির্বাচনের আদেশ দেয়। একই সঙ্গে কাউন্সিলর আলিবর চৌধুরীকেও দোষি সাব্যস্ত করে আদালত। দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করার পাশাপাশি ২০১৪ সালের মেয়র নির্বাচনও বাতিলের নির্দেশ দেয় আদালত। আদালতের সেই নির্দেশের প্রেক্ষিতে মেয়র নির্বাচন এবং স্টেপনীগ্রীণ ওয়ার্ডে আলি বর চৌধুরীর পদের নির্বাচন বাতিল করে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেন টাওয়ার হ্যামলেটসের রিটার্নিং অফিসার। গত নির্বাচনে সাবিক আক্তার খুই কম ভোটে একই ওয়ার্ডে পরাজিত হয়েছিলেন।
[Adverts]
London Bangla A Force for the community…
