১১ জুন, ২০১৫: প্রবল বৃষ্টিপাতের কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যকার একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তবে আগামী তিন দিনের খেলা সকাল ১০টার পরিবর্তে সাড়ে নয়টায় শুরু হবে।
বৃহস্পতিবার মাঠ পরিদর্শন করার পর বেলা পৌনে দুইটায় দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার।
দুপুর পর্যন্ত মাঠের পানি না শুকালে আম্পায়াররা পরিত্যক্ত করতে বাধ্য হন। ভারত এবং বাংলাদেশ উভয় দল ই হোটেলে অবস্থান করেছিল। গতকাল রাত থেকে দুপুর পর্যন্ত মুষলধারে বৃষ্টিতে রাজধানী ঢাকাসহ নারায়ণগঞ্জের চারপাশে পানি উঠে যায়। যার আঁচ লাগে ফতুল্লা স্টেডিয়ামেও। এর আগে বুধবারও বৃষ্টির কারণে এক সেশনের বেশি সময়ের খেলা নষ্ট হয়।
গতকাল একমাত্র টেস্টের টসে জিতে ব্যাটিং নেয় ভারত। দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ২৩৯ রান করে সফরকারীরা। দুই ওপেনার শিখর ধাওয়ান ১৫০ ও মুরালি বিজয় ৮৯ রানে অপরাজিত রয়েছেন।
London Bangla A Force for the community…
