ব্রেকিং নিউজ
Home / বিশ্ব / বাজপেয়ীর পরিবারের কাছে স্বাধীনতা সম্মাননা হস্তান্তর

বাজপেয়ীর পরিবারের কাছে স্বাধীনতা সম্মাননা হস্তান্তর

Bajpei1১১ জুন ২০১৫: বাংলাদেশে মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি স্বরুপ ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীকে দেওয়া স্বাধীনতা সম্মাননা পুরস্কার বাজপেয়ী পরিবারের কাছে হস্তান্তর করেছেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরিবারের পক্ষ থেকে মোদির কাছ থেকে এ সম্মাননা গ্রহণ করেন বাজপেয়ীর মেয়ে ও মেয়ের জামাই।

আজ সোয়া ১২টার দিকে এক টুইটের মাধ্যমে এ কথা জানান মোদি। টুইটে স্বাধীনতা সম্মাননা পুরুস্কার হস্তান্তরের ছবিও পোস্ট করেন তিনি।

এর আগে বাংলাদেশ সফরে এসে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে বাজেয়ীর পক্ষে এ স্বাধীনতা সম্মানা গ্রহণ করেন নরেন্দ্র মোদি। অটল বিহারী বাজপেয়ীর অকুণ্ঠ সমর্থন ভারতীয় রাজনৈতিক মহলকে বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।bajpei

রোববার দুপুরে  বাজপেয়ীর পক্ষে নরেন্দ্র মোদি এই সম্মাননা গ্রহণ করেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ মোদির হাতে সম্মাননা তুলে দেন।