১০ জুন ২০১৫: ফতুল্লা টেস্টের প্রথম দিনটি অনেকটা হতাশার মধ্যে গেলেও ফতুল্লা টেস্টে ইতিবাচক দৃষ্টিকোণ থেকেই একটা রেকর্ড গড়ে ফেলেছে বাংলাদেশ। আর সেটা হল বাংলাদেশের মাটিতে এটা ৫০ তম টেস্ট।
তবে, এই ৫০ টি টেস্টের একটিতে বাংলাদেশ ছিল না। ১৯৯৯ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও শ্রীলঙ্কা। এর পরের বছরই বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পায়।
তবে স্বাধীনতার আগে আরও ৭টি টেস্ট হয়েছিল ঢাকায়। ১৯৫২ সালে পাকিস্তান টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর দেশের মাটিতে প্রথম টেস্ট খেলেছিল ঢাকায়, ১৯৫৫ সালে। একই বছরই টেস্ট হয়েছিল আরেকটি।
১৯৫৯ সালে দুটি, ১৯৬২ সালে একটি ও ১৯৬৯ সালে আরও দুটি টেস্ট। মুক্তিযুদ্ধের আগে পাকিস্তানের মাটিতে শেষ টেস্ট ম্যাচটি হয়েছিল ঢাকাতেই। ও্ই যুগে ঢাকার মাঠে খেলে গেছেন স্যার গ্যারি সোবার্স, রোহান কানহাই, ওয়েস হল, রিচি বেনো, নিল হার্ভি, অ্যালান ডেভিডসন, বার্ট সাটক্লিফ, কেন ব্যারিংটন, কলিন কাউড্রে, কিথ ফ্লেচার, গ্লেন টার্নার, গ্রাহাম ডাউলিংরা।
London Bangla A Force for the community…
