ব্রেকিং নিউজ
Home / বাংলাদেশ / ডা. জাফরুল্লাহর ১ ঘন্টার কারাদণ্ড

ডা. জাফরুল্লাহর ১ ঘন্টার কারাদণ্ড

zafarullah১০ জুন ২০১৫: সাংবাদিক বার্গম্যানের সাজা নিয়ে বিবৃতির ঘটনায় আদালত অবমাননার দায়ে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে ১ ঘন্টার জেল ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন আন্তর্জাতিক ট্রাইবুনাল-২। জরিমানা অনাদায়ে আরো এক মাসের জেল দেয় আদালত। এ ঘটনায় অভিযুক্ত বাকি ২২ জন ক্ষমা প্রার্থনা করলে আদালত তাদেরকে অভিযোগ থেকে অব্যাহতি দেন।

বুধবার আন্তর্জাতিক ট্রাইবুনাল-২ আদালত অবামাননার দায়ে করা মামলায় এ রায় দেন। ডেভিট বার্গম্যানের সাজা নিয়ে উদ্বেগজনক বিবৃতি দানের কারনে ডা. জাফরুল্লাহসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এরমধ্যে ডা. জাফরুল্লাহ’র বিবৃতি অবজ্ঞাসূচকা হওয়ার কারনে তাকে এক ঘন্টার জেল ও ৫ হাজার টাকা জরিমান করা হয়। আর বাকি ২২ জনকে এ মামলা থেকে অব্যাহতি দেয় ট্রাইবুনাল।

ট্রাইবুনালের এ রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবি মফিজুর রহমান বাদল বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে তাদের মন্তব্য বাংলাদেশের জনগণ ও আদালতের আদেশের পরিপন্থি ছিল যার কারনে তাদের বিরুদ্ধে পিটিশন করা হয়। তারা জবাব দিয়েছিলেন কিন্তু তাদের জবাবে আদালত সন্তুষ্ট না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে এ রায় দিয়েছেন।