৮ জুন ২০১৫: দুর্নীতি দমন কমিশনে (দুদক) আলোচিত ব্যবসায়ী প্রিন্স মুসা বিন শমসরে সুইস ব্যাংকে আটকে থাকা ১২ বিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় ৯৩ হাজার ৬০০ কোটি টাকার হিসাবে দাখিল করেছেন।
রোববার সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আইনজীবীর মাধ্যমে দুদক সচিব মাকসুদুল হাসান খানের কাছে সম্পদের বিস্তারিত বিবরণী জমা দেন তিনি। বিষয়টি দুদক সূত্র নিশ্চিত করেছে।
দুদক সূত্র জানায়, মুসা বিন শমসের সুইস ব্যাংকে তার ১২ বিলিয়ন মার্কিন ডলার রক্ষিত আছে বলে দুদককে জানালেও এই অর্থের উৎস সম্পর্কে কিছুই খোলাসা করেননি। তবে ১২ বিলিয়ন ডলার সত্যিই সুইস ব্যাংকে আছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করছে দুদক।
তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট এক দুদক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সুইস ব্যাংকে ১২ বিলিয়ন ডলার আটকা থাকার কথা মুসা বিন শমসের তাঁর সম্পদের তালিকায় উল্লেখ করেছেন। এছাড়া সাভারে ১২০০ বিঘা জমি আছে, যা তার দখলে নেই। তিনি সেটাও তার সম্পদ হিসেবে দেখিয়েছেন।
গত ৫ মে কমিশনের দৈনন্দিন সভার সিদ্ধান্তে মুসা বিন শমসেরের নামে সম্পদের নোটিশ জারির অনুমোদন দেন দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান। এরপর গত ১৯ মে সাত কর্মদিবসের মধ্যে জমা সম্পদ বিবরণী জমা দিতে নোটিশ দেওয়া হয় এই ব্যবসায়ীকে।
গত ২৪ মে আরো সময় চেয়ে দুদকে আবেদন করেন মুসা। এরপর তাঁকে আরো সাত কর্মদিবস সময় দেয়া হয়। গতকাল রোববার সেই নির্ধারিত সময়ের শেষ দিনে আইনজীবীর মাধ্যমে সম্পদ বিবরণী জমা দিলেন তিনি।
London Bangla A Force for the community…
