ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনকে দায়িত্ব দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। কিন্তু একমাত্র টেস্টের আগে হঠাৎ করেই পদত্যাগের ঘোষণা দেন তিনি। সোমবার বিকেলে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সুজনের পদত্যাগপত্র গ্রহণ করেনি তারা।
একটি বেসরকারি টেলিভিশনের খবর অনুযায়ী, বিসিবি সুজনের পদত্যাগ পত্র গ্রহণ করেনি এবং তাকেই দলের ম্যানেজার হিসেবে রাখতে চাই বোর্ড।
এই সংবাদের এক ঘন্টা পর বিসিবি সুজনকেই ম্যানেজার হিসেবে রাখতে চায় বলে এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।
এর আগে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান নাঈমুর রহমান জানান, এ নিয়ে সুজনের সঙ্গে আলোচনায় বসবে বোর্ড।