ব্রেকিং নিউজ
Home / খেলাধুলা / রোমাঞ্চকর জয়ে বার্সেলোনার ট্রেবল, নায়ক সেই মেসিই

রোমাঞ্চকর জয়ে বার্সেলোনার ট্রেবল, নায়ক সেই মেসিই

Barcelona৭ জুন ২০১৫: স্প্যানিশ লা লিগা এবং কোপা দেল রে’র শিরোপা জেতা হয়ে গিয়েছিল আগেই। স্প্যানিশ ফুটবল জায়ান্ট বার্সেলোনার সামনে ছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের মধ্য দিয়ে ঐতিহাসিক ‘ট্রেবল’ জয়ের হাতছানি। শনিবার রাতে বার্লিনের ফাইনাল ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসকে ৩-১ ব্যবধানে হারিয়ে সেটাই করে দেখালেন মেসি-নেইমার সুয়ারেজরা। এই ম্যাচে দলের আর্ন্টোইন তারকা লিওনেল মেসি গোলের দেখা না পেলেও শেষদিকে সুয়ারেজ এবং নেইমার যে দুটো গোল পেয়েছেন তার মূল কারিগর আসলে ছিলেন মেসিই।

ম্যাচের শুরুতেই ইভান র‌্যাকিটিচের গোলে মাত্র চার মিনিটের মাথায় এগিয়ে যায় বার্সা। প্রথমার্ধটা ওই ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় কাতালনরা। বিরতির পর ৫৫ মিনিটের মাথায় গোল করে জুভেন্টাসকে সমতা ফেরান আলভারো মোরাতা। তবে ৬৮ মিনিটে মেসির বানিয়ে দেয়া বল সুয়ারেজের পা হয়ে জুভেন্টাসের গোলরক্ষক জিয়ানলুইগি বুফনকে ফাঁকি দিয়ে জুভেন্টাসের জাল খুঁজে পেলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় লুইস এনরিকের শিষ্যরা। পরের সময়টা দুই দল হাড্ডাহাড্ডি লড়া্‌ করে। জুভেন্টাসের মধ্যে ছিল সমতায় ফেরার মরিয়া চেষ্টা, আর বার্সা চেয়েছে লিডডটা ধরে রাখতে। এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ী হয় এনরিকের শিষ্যরা। ম্যাচের নির্ধারিত সময়ের পর ইনজুরি টাইমে আরো একটা গোল পায় কাতালনরা। এই গোলটা নেইমারের পা থেকে আসলেও মাছমাঠ থেকে বলটা বানিয়ে দিয়েছিলেন মেসিই।