৬ জুন ২০১৫: পশ্চিমবঙ্গে মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই নেতার মধ্যে একান্তে এ বৈঠক হওয়ার কথা থাকলেও এতে মমতা অংশ নেন বলে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিকাল চারটার দিকে এ বৈঠক শুরু হয়। প্রায় ১৬মিনিটের বৈঠক শেষে শাপলা হলে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দু’দেশের মধ্যে ১৯৭৪ সালের সম্পাদিত স্থল সীমান্ত চুক্তি ও ২০১১ সালে সই হওয়া এই সংক্রান্ত প্রটোকলের দলিল হস্তান্তর করা হয়। ভারতের পক্ষে দেশটির পররাষ্ট্র সচিব সুব্রামিনিয়াম জয়শঙ্কর ও বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক দলিল বুঝে নেন। এসময় পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় উপস্থিত ছিলেন। ওই দলিলে বাংলাদেশের পক্ষে সই করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জী। পরে ঐতিহাসিক এই চুক্তি বাস্তবায়নের বিষয়ে একটি নতুন প্রটোকল সই হয়। সেখানে নিজ নিজ দেশের পক্ষে পররাষ্ট্র সচিবরা সই করেন। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী জানান, মোদি ও হাসিনার বৈঠকটি প্রায় ১৫-১৬মিনিট স্থায়ী হয়। এর পরে তারা সীমান্ত চুক্তির দলিল হস্তান্তর করেন।
এর আগে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছলে তাকে স্বাগত জানান শেখ হাসিনা। এসময় ঢাকা-শিলং-গোহাটি ও কলকাতা-ঢাকা-আগরতলা বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুই দেশের প্রধানমন্ত্রী। এসময় পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় উপস্থিত ছিলেন। উদ্বোধনের পরপরই এই দুই রুটে যাত্রী নিয়ে দুটি বাস যাত্রা শুরু করে।