ব্রেকিং নিউজ
Home / প্রচ্ছদ / অবৈধ ইমিগ্র্যান্টদের ঠাই ব্রিটেনে হবেনা : ডেভিড ক্যামেরন

অবৈধ ইমিগ্র্যান্টদের ঠাই ব্রিটেনে হবেনা : ডেভিড ক্যামেরন

সৈয়দ শাহ সেলিম আহমেদ: ব্রিটেনে যারা দীর্ঘদিন যাবত অবৈধভাবে বসবাস করছেন তাদের জন্য আরো কঠোর আইন করতে যাচ্ছে ব্রিটিশ সরকার। বৃহস্পতিবার হোম অফিসে শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে অবৈধ ইমিগ্রেন্টদের স্থান ব্রিটেনে হবেনা বলে সাফ জানিয়ে দেন দ্বিতীবারের মত নির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরন।

ইমিগ্রেশন তথ্যে জানাগেছে ব্রিটেনের নেট মাইগ্রেশন কনজারভেটিভ সরকারের সময়ে ২০১৪ সালে ৩১৮,০০০ উন্নীত হয়েছে বলে আজ এক তথ্য বিবরনীতে জানা গেছে, যা বিগত ২০০৫ সালের লেবার সরকারের সময় থেকে কিছুটা নীচে।

অফিস অব দ্য ন্যাশনাল ষ্ট্যাটিস্টিক থেকে জানা গেছে, কোয়ার্টারলি নেট মাইগ্রেন্ট বৃদ্ধি পেয়ে ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে ৪২,০০০ আর ইউরোপীয় ইউনিয়নের ভিতর থেকে ৬৭,০০০ উন্নীত হয়েছে। ২০১১ সালের পর থেকে নেট মাইগ্রেশন হচ্ছে সব চাইতে বেশী।

২০১৪ সালে কোয়ার্টারলি নেট মাইগ্রেশন ২০,০০০ বৃদ্ধি পেয়ে হলো ৩১৮,০০০ যা এর আগের সময়ের কোয়ার্টারলি মাইগ্রেশন ছিলো ২৯৮,০০০। ডেভিড ক্যামেরনের নেট মাইগ্রেশন পরিকল্পনা হচ্ছে ১০০০,০০০ রাখা।

ডেভিড ক্যামেরন রানীর ভাষণের সাথে ইমিগ্রেশন বিল আরো কঠোর করে সংযুক্ত করবেন, যাতে তিনি বলেছেন, অবৈধভাবে যারা ব্রিটেনের কাজের জন্য আসেন, তাদের জন্য ব্রিটেন আর আকর্ষনীয় কোন স্থান হবেনা। তিনি ইমিগ্রেশন এক্ট ১৯৭১ এর সংশোধন করে যারা অবৈধভাবে ব্রিটেনে বসবাস করবেন, অবৈধভাবে কাজ করবেন, তাদের প্রসিকিউট করা, ছয় মাস জেলের মধ্যে রাখা এবং আন-লিমিটেড ফাইন আরোপ করা।

ক্যামেরনের নতুন আইনে যারা অবৈধভাবে ব্রিটেনে এসেছেন এবং যারা বৈধভাবে ব্রিটেনে প্রবেশ করেছেন কিন্তু ওভার ষ্টে হয়ে গেছেন তাদের ক্ষেত্রে এই নতুন আইন এপ্লাই করার কথা তিনি ঘোষণা করেছেন।

ডেভিড ক্যামেরন তার কঠোর ইমিগ্রেশন নীতির কথা বলতে গিয়ে স্পষ্টতই বলেছেন, অনিয়ন্ত্রিত ইমিগ্রেশন মানেই হলো আমাদের জব মার্কেট ক্ষতিগ্রস্থ করা, ওয়েজ নিম্নমুখী করা। তার মানেই হলো অধিক সংখ্যক লোক বৈধভাবে ব্রিটেন প্রবেশ করছে অথচ ওভার ষ্টে বা অবৈধভাবে ব্রিটেনে রয়ে যাচ্ছে।ব্রিটেনের জনগণ এই সবের এখন সমাধান চায়।

ক্যামেরন বিগত কোয়ালিশন সরকারের সময়ে ইমিগ্রেন্টদের নিয়ে নিজেদের পরিকল্পণা বাস্তবায়ন করতে না পারার কথা স্বীকার করে বলেছেন, এখন আমরা মেজরিটি। অবৈধ ইমিগ্রেন্টদের আমরা ডিপোর্ট করবো তাড়াতাড়ি যাতে তারা এদেশে থেকে এপিল করার আগেই।

ডেভিড ক্যামেরন ওয়াদা করেছেন, তার নতুন বিলে ব্রিটেনের হাউসগুলো অবৈধ ওয়ার্কারদের দ্বারা পূর্ণ হবেনা, অবৈধ অভিবাসীদের খুব তাড়াতাড়ি ডিপোর্ট করা হবে, ব্রিটেনের জব মার্কেট ব্রিটিশ জনগণের জন্য উম্মুক্ত থাকবে- অবৈধ ইমিগ্রেন্টদের দ্বারা ক্ষতিগ্রস্থ হবেনা। [Adverts]