ডিএমপি কার্যালয় ঘেরাওয়ে বাধা দিয়েছে পুলিশ এবং সেই সাথে ছাত্রদের সাথে সংঘর্ষে লাঠিচার্জ, টিয়ারসেল নিক্ষেপ করেছে পুলিশ। মিছিল থেকে ৫ জনকে আটক করা হয়েছে।
গত পহেলা বৈশাখে ঢাবির টিএসসি চত্বরে নারী লাঞ্চনার ঘটনার বিচার দাবিতে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদরদপ্তর ঘেরাও কর্মসূচি পালন করতে যাচ্ছে ছাত্ররা।
আজ রবিবার ঢাবি ক্যাম্পাস থেকে ছাত্ররা এরই মধ্যে ডিএমপি কার্যালয়ের দিকে রওয়ানা করেছে ছাত্ররা।এ ব্যাপারে ডিএমপি মিডিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তারা ঘটনার সত্যতা স্বীকার করেন।
এ ব্যাপারে ডিএমপি মিডিয়ার এস এম জাহাঙ্গীর আলম বলেন, পরিস্থিতি মোকাবেলার জন্য পুলিশ প্রস্তুত রয়েছে। তবে তাদেরকে পথেই আটকে দেয়া হবে বলে জানা গেছে।
London Bangla A Force for the community…
