ব্রেকিং নিউজ
Home / বাংলাদেশ / বর্ষবরণে যৌন নিপীড়নের প্রতিবাদকারীদের উপর পুলিশের হামলা

বর্ষবরণে যৌন নিপীড়নের প্রতিবাদকারীদের উপর পুলিশের হামলা

Satro-Union+Police-6১০ মে, ২০১৫: বর্ষবরণে টিএসসিতে যৌন নিপীড়নের ঘটনায় জড়িতদের শাস্তিসহ ৬ দফা দাবিতে ‘পাল্টা আঘাত’ কর্মসূচি পালন করার সময় ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের ওপর ব্যাপক লাঠিচার্জ করেছে পুলিশ। রোববার দুপুর ১টার দিকে প্রধান বিচারপতির বাসভবনের কাছে এ ঘটনা ঘটে।এসময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান নিক্ষেপ করে।

এতে সংগঠনটির সভাপতি হাসান তারেক, সভাপতি হাসান তারেক সাধারণ সম্পাদক লাকি আক্তার, সম্পাদক জিএম জিলানী শুভ, ঢাবি সভাপতি লিটন নন্দীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। পুলিশ দাবি করেছে এ ঘটনায় ৬ জন পুলিশ সদস্যও আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মধুর ক্যান্টিন থেকে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে ডিএমপি কার্যালয়ের দিকে গেলে প্রধান বিচারপতির বাসভবনের কাছে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে তাদের হাতাহাতি ও সংঘর্ষ হয়। পরে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়৷2

এ ঘটনায় সংগঠনটির সভাপতি হাসান তারেক ও সাধারণ সম্পাদক লাকি আক্তারের মাথা ফেটে গেছে বলে দাবি করেছেন একাধিক নেতাকর্মী৷ এছাড়া এতে অন্তত ২০ জন অাহত হয়েছেন বলেও জানান তারা ৷

unnamed_4হাসান তারেক ও লাকি অাক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে৷