বিপুল উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির নির্বাচন গতকাল রবিবার সম্পন্ন হয়েছে। সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে গভীর রাতে ফলাফর ঘোষনা করা হয়। নির্বাচনে ঘর প্রতিক নিয়ে নেছার-কাইয়ুম-আজাদ পরিষদ পুরো প্যানেল জয়লাভ করেছে। অপর দিকে সানফ্লাওয়ার মার্কা নিয়ে চেয়ারম্যান পদে ছহুল এ মুনিম, সেক্রেটারী পদে মোঃ গোলাম রাব্বানী সোহেল, কোষাধ্যক্ষ পদে মোতাহির আলী সোহেলসহ পুরো প্যানেলের ভরাডুবি ঘটে।
নির্বাচিত কর্মকর্তারা হচ্ছেন চেয়ারম্যান পদে নেছার আলী সমসু, সেক্রেটারী পদে আব্দুল কাইয়ুম, কোষাধ্যক্ষ পদে আজাদুর রহমান আজাদ, সিনিয়র সহ সভাপতি আবুল কুদ্দুস মধু, সহ সভাপতি মুজাহিদ আলী, সহ সেক্রেটারী সফিক আহমদ, সহ কোষাধ্যক্ষ কাছা মিয়া, সাংগঠনিক সম্পাদক আবুল ফজল ও মহিলা সম্পাদিকা সুলতানা খাতুন রব। নির্বাহী সদস্য পদে যারা জয়লাভ করেছেন আফজল হোসেন, আবুল খালিক, দেলোয়ার হোসেন বেগ, আজম আলী, তহুর আলী, এ কাদির মোঃ আলী, আনহার মিয়া, দেলোয়ার হোসাইন, রুহেল আহমদ, এম এ আজিজ, আজাদুর রহমান, রুহেল মিয়া, রুকন মিয়া ও আব্দুল হাকিম।
London Bangla A Force for the community…
