ব্রেকিং নিউজ
Home / অপরাধ জগৎ / এবার ক্বাফীর নির্বাচনী কার্যালয়ে হামলা করলো আলীগ

এবার ক্বাফীর নির্বাচনী কার্যালয়ে হামলা করলো আলীগ

কল্যাণপুরে প্রচারণা চালানো সময় যুবলীগের হামলার পর এবার ঢাকা উত্তরের মেয়র পদপ্রার্থী আব্দুল্লাহ আল ক্বাফীর নির্বাচনী কার্যালয়ে হামলা করেছে সরকার সমর্থকরা। এতে বেশ কয়েক জন কর্মী আহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে সোমবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে সিপিবি-বাসদ।

সিপিবি-বাসদ অভিযোগ করেছে, রোববার রাতে তেজগাঁও-এ আবদুল্লাহ আল ক্বাফীর প্রধান নির্বাচনী অফিসে হামলা করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা মেয়র পদপ্রার্থী ক্বাফীকে খুঁজতে থাকে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। অফিস ভাঙচুরের চেষ্টা করলে অফিসে থাকা সিপিবি’র কর্মী আবদুল্লাহ আল নোমান সন্ত্রাসীদের বাধা দেন। সন্ত্রাসীরা তার ওপর আক্রমণ করে। সন্ত্রাসীদের হামলায় তিনি মারাত্মক আহত হন।
এর আগে বিকেলে কল্যাণপুরে একটি বস্তিতে প্রচারণা চালানোর সময় ক্বাফীর কর্মী এবং বস্তিবাসীদের ওপর যুবলীগের ১১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক কালামের নেতৃত্বে ‘ঘড়ি’ মার্কার ব্যাজ পরা আওয়ামী লীগ ও যুবলীগের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালায়। হামলায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন দাবি করা হয়েছে। আহতদের মধ্যে অনেকেই হাসাপাতালে ভর্তি রয়েছে।