ঢাকা দক্ষিণে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের জামিন শুনানি ফের পেছালো। আজ সোমবার মির্জা আব্বাসের আইনজীবীরা আদালতে জামিন শুনানির জন্য সময় চাইলে আদালত তা মঞ্জুর করেন।
এর মধ্যদিয়ে প্রমাণিত হচ্ছে যে, আব্বাস নিজেই তাঁর জামিন চাইছেন না।অনেকে বলছেন, আব্বাস ভোটারদের সহানুভূতি আদায়ের কৌশল নিয়েছেন।তাছাড়া তাঁর স্ত্রী আফরোজা আব্বাস নির্বাচন ভালো করছেন। আব্বাস চাইছেন এই ধারাটা অব্যাহত থাকুক।
এর আগেও শুনানির সময় মির্জা আব্বাসের আইনজীবীরা জমিন শুনানির জন্য সময় প্রার্থীনা করে।মেয়র পদপ্রার্থী ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের বিরুদ্ধে নাশকতার অভিযোগে করা দুই মামলায় আগাম জামিন আবেদন শুনানির জন্য দুই মামলায় জামিন দেয়ার ক্ষেত্রে হাইকোর্ট এর আগে দ্বিধাবিভক্ত আদেশ দিয়েছিলো।
পরবর্তীতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এই আবেদনটি শুনানির জন্য তৃতীয় বেঞ্চ গঠন করে দেন। বিচারপতি মোহাম্মদ রুহুল কুদ্দুসের তৃতীয় বেঞ্চেই আজ তার শুনানি হওয়ার হয়।
London Bangla A Force for the community…
