ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের বিরুদ্ধে নাশকতার অভিযোগে করা দুই মামলায় আগাম জামিন আবেদন শুনানির জন্য আজ সোমবার হাইকোর্টের কার্যতালিকায় এসেছে।
এই দুই মামলায় জামিন দেয়ার ক্ষেত্রে হাইকোর্ট এর আগে দ্বিধাবিভক্ত আদেশ দিয়েছিলো। পরবর্তীতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এই আবেদনটি শুনানির জন্য তৃতীয় বেঞ্চ গঠন করে দেন। তৃতীয় বেঞ্চেই আজ তার শুনানি হবে।
সূত্র জানিয়েছে, বিচারপতি মোহাম্মদ রুহুল কুদ্দুসের বেঞ্চে এই আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।
এদিকে মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগ এনে দায়ের করা মামলার আগাম জামিনের শুনানিও আজ হাইকোর্টের কার্যতালিকায় এসেছে।
বিচারপতি সৈয়্যদ মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ এর শুনানি হতে পারে বলে জানা গেছে।